ভাঙ্গা উপজেলার কালামৃধা বাজারে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে মোবাইল চুরির অভিযোগে কান ধরে বাজারে ঘোরানো হয়। রোববার সকালে এ ঘটনা ঘটে এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে, যা নিয়ে সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধকে কান ধরে দাঁড় করিয়ে মারধর এবং গালিগালাজ করা হচ্ছে, তারপর তাকে পুরো বাজারে ঘুরিয়ে আনা হয়, এ সময় তাকে লাঠি দিয়ে আঘাতও করা হয়।
স্থানীয় ব্যবসায়ী ইব্রাহিম জানান, রোববার সকাল ১০টায় তরকারি বাজারে একটি ক্রেতার মোবাইল চুরি করেন ওই বৃদ্ধ। এর পর বাজারের লোকজন তাকে আটক করে কান ধরে উঠাবসা করান এবং চোর চোর বলে স্লোগান দেন। তবে বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি, তিনি শুধু জানিয়েছেন যে ফরিদপুর মহিলা রোড এলাকায় তার বাড়ি।
ভাঙ্গা থানার ওসি মো. মোকছেদুর রহমান বলেন, তিনি ভিডিওটি দেখেননি এবং এ বিষয়ে তার কাছে কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।